আমাদের অতীতের অদ্ভুত ইতিহাস ।। Weird History of Our Past


আমাদের অতীতের ইতিহাস নিয়ে আমাদের কতই না ধারনা কাজ করে, তাই না? কিন্তু এখন আপনাদের আমাদের মানব সভ্যতার অতীত ইতিহাসের অদ্ভুত কিছু ছবি দেখাবো যা দেখলে হয়ত মানব সভ্যতার অতীত ইতিহাস সম্পর্কে আপনার ধারনা একটু হলেও বদলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক, ০১) স্টকহোম-এ ৫,০০০ ফোন লাইনের সংযোগ তার।আমাদের অতীতের অদ্ভুত ইতিহাস ।। Weird History of Our Past
০২) ১৯৫৬ সালে Chiropractor’s convention-এ অনুষ্ঠিত 'Miss Perfect Posture' (মিস নির্ভুল অঙ্গবিন্যাস) এ বিজয়ীরা। অঙ্গবিন্যাস কিন্তু দেহের ভিতরের অঙ্গ গুলির, আর এটি নির্ধারন করা হয় তাদের এক্সরে করে।
০৩) ১৯৩৬ সালে নিউ সাউথ ওয়েলসে অনুষ্ঠিত মটরসাইকেল দিয়ে টানা রথের প্রতিযোগিতা।
০৪) ২য় বিশ্ব যুদ্ধের সময় জার্মানি সৈনিকদের ব্যাবহৃত ছোট ট্যাংক। এগুলি ব্রিটিশ ট্যাংকের নিচে পাঠানো হত বিস্ফোরক দিয়ে ধ্বংস করার উদ্দেশ্যে।
০৫) ১৯১৬ সালে ব্যাবহৃত স্কুটার।

Share this

Related Posts

Previous
Next Post »

Recent Posts