অ্যান্ড্রয়েড ফোনের কিছু
প্রয়োজনীয় গোপন কোড নিয়ে
কথা বলবো আজকে।
অ্যান্ড্রয়েড ফোন এখন সবার
হাতে হাতে। কিন্তু
অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার
করেন, তারা অনেক সময়ই কিছু
জিনিস চাইলেও খুঁজে বের
করতে পারেন না। সে জন্যই এই
গোপন কোড গুলি ব্যবহার হয়।
যার প্রত্যেকটিই প্রায় সকল
অ্যান্ড্রয়ে ফোন বা ট্যাবে
কাজ করবে। তো, চলুন, চেক
করে দেখা যাক।
এই কোড গুলি ডায়াল করতে
প্রথমেই আপনাকে ফোনের কল
করবার অপশনে যেতে হবে।
এবার নিচে দেওয়া নম্বর গুলি
(অবশ্যই * এবং # চিন্হ গুলি
প্রয়োজনীয় স্থানে) ডায়াল
করতে হবে।
ফোনের সব কিছু ডিলেট করার
জন্য চাপুন – * 2767 * 3855 #
(সতর্কতা আপনার ফোনের
কন্টাক্ট থেকে শুরু করে সব
ডিলিট হয়ে যাবে কিন্তু)
ক্যামেরার বিস্তারিত তথ্য
জানতে চাপুন – * # * # 34971539
# * # *
আপনার ফোনের আইএমইআই নম্বর
জানতে হলে চাপুন – * # 06 #
(এটি যে কোন GSM ফোন
সেটেই কাজ করে)
Vibration টেস্ট করবার জন্য চাপুন –
* # * # 0842 # * # *
নতুন করে ফোন সার্ভিস মেনু
লেখার জন্য ডায়াল করুন – * # 0 *
#
সব মিডিয়া ফাইলের ব্যাকআপ
নিতে হলে চাপুন – * # * #
273282 * 255 * 663282 * # * # *
ওয়্যারলেস ল্যান টেস্ট করতে
চাপুন – * # * # 232339 # * # *
ফোন এবং ব্যাটারির তথ্য
জানতে চাপুন –* # * # 4636 # * #
*
পিছনের আলো টেস্ট করুন – * #
* # 0842 # * # *
Touchscreen পরীক্ষা করুন – * # *
# 2664 # * # *
সার্ভিসের জন্য টেস্ট মোড
একটিভ করতে – * # * # 197328640
# * # *
FTA সফটওয়্যার সংস্করণ জানতে
– * # * # 1111 # * # *
সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর
সম্পূর্ণ তথ্য – * # 12580 * 369 #
ডায়াগনস্টিক কনফিগারেশন – *
# 9090 #
সিস্টেম ডাম্প মোড – * # 9900 #
HSDPA / HSUPA কন্ট্রোলমেনু – *
# 301279 #
Phone Lock Status দেখা – * #
7465625 #
Factory State এ ডাটা পার্টিশন
রিসেট করা – * # * # 7780 # * # *
ইউএসবি লগিং কন্ট্রোল – * #
872564 #
উপরে দেওয়া কোড গুলির সবই
আপনাকে কোন না কোন তথ্য
জানাবে, বা আপনার
মোবাইলের কোন না কোন
পরিবর্তন আনবে; তাই সতর্কতার
সাথে ব্যবহারের অনুরোধ
রইলো। উপরের কোড গুলি
চেপে কোন রকম কোন সমস্যার
জন্য লেখক বা কর্তৃপক্ষ
দায়ী থাকবে না।
Share this