![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vpJKHrdB8MUBIhH19u6aINUfjRnz7B5Kx4SAxh3EaLrpC6NyXAVJre8mZzkXaTnxMMFqkSJ_4_Mr3Jn-2yprFWF6DIvBwGh5sBgVK_hpHM_s2KBGCv2T9ry3XXeqflFsG4IGvDJQpEZNtziuLUAK16SNYjjL5piqRO3bgCz8LmfuqycRMD2NpMihejC1KQuSBgM06-a_chsiZrU4XT2_DFoZH8=s0-d)
দু’চাকার এই জনপ্রিয়তা
দিনদিন বেড়েই চলেছে।
শতশত তরুণ এখন প্যাডেল মেরে
বাংলাদেশ দাবড়িয়ে
বেড়ায়। সাইকেল চালিয়ে
বাংলাদেশের সৌন্দর্য
উপভোগ করা যায় খুব সহজেই।
এমন কি যেসব জায়গায়
সাইকেল নিয়ে যাওয়া সম্ভব
ছিল না, আমরা সেসব
জায়গাতেও সাইকেল
চালিয়ে যাচ্ছি।তাই
সাইকেল বা দ্বিচক্রযান যাই
বলি না কেন এটি কিন্তু সবার
খুব প্রিয়।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে
দ্রুততম ও দামি সাইকেল
বাজারে ছেড়েছে মার্কিন
যুক্তরাষ্ট্রের বিখ্যাত
মোটরবাইক প্রস্তুতকারক
সংস্থা হার্লে ডেভিডসন।
এক একটি সাইকেলের দাম
পড়বে বাংলাদেশি টাকায়
প্রায় সাড়ে ১০লক্ষ ৬০
হাজারটাকা।
হার্লে ডেভিডসনের ফর্মূলা
১ রেসিং গাড়িতে ব্যবহৃত
প্রযুক্তিতে তৈরি এই
সাইকেলে রয়েছে ২২টি
গিয়ার। সাইকেলটি
যন্ত্রাংশ কার্বন ফাইবারে
তৈরি। সর্ব্বোচ্চ ৭০
কিলোমিটার দ্রুত
গতিতেছুটবে এই সাইকেল। এরই
মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
বাজারে সাইকেলটি ছাড়া
হয়েছে।
এই সাইকেলগুলো ‘ট্যুর দ্য
ফ্রান্স’ এ ব্যবহৃত হয়েছে।
পাশাপাশি ইউরোপেও
সাইকেলটির টেস্ট ড্রাইভ করা
হয়েছে। তাইওয়ান থেকে নতুন
এই সাইকেল ‘ট্রিনিটি
অ্যাডভান্সড এস এল’ এর
যন্ত্রাংশ আমদানি করা
হচ্ছে। কার্বন ফাইবারে
তৈরি সাইকেলের
পার্টসগুলো ভারতেই
অ্যাসেম্বল করা হবে। দেশের
মেট্রো শহরে প্রথম ধাপে
বিক্রি হবে সাইকেলগুলো।
তবে অনলাইনেও কেনা যাবে
এই সাইকেল।
Share this