
উপরের ছবিটি দেখতে
পাচ্ছেন? পিটার লিক নামের
এক ফটোগ্রাফারের তোলা
ছবি যেটি কিছুদিন আগে
বিক্রি হয়েছে সাড়ে ছয়
মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৫০
কোটি টাকারও বেশী!
ছবিটির নাম Phantom। ছবিটি
আমারিকার অ্যারিজোনার
এন্টিলোপ ক্যানিয়নের।
ছবিটি কিনেছেন নাম না
জানা এক সংগ্রহক যিনি
পিটারের আরো দুটি ছবি
কিনেছেন। একটি ২.৪ মিলিয়ন
ডলারে আরেকটি ১.১
মিলিয়ন ডলারে।
Share this