এক নজরে **পদ্মানদীর মাঝি **(Boatman of the Padma)

    **** পদ্মানদীর মাঝি ****

*. লেখক: মানিক বন্দোপাধ্যায়
*. প্রকাশকাল: ১৯৩৬
খ্রিস্টাব্দ *. ইংরেজি অনুবাদ :
Boatman of the Padma
(১৯৪৮ খ্রিস্টাব্দ)
*. আঞ্চলিক উপন্যাস চরিত্রসমূহ:
কেন্দ্রীয় চরিত্র
কুবের :
*. বাড়ি কেতুপুর গ্রামে
*. বাবার নাম হারাধন
*. ছেলের নাম লখ্যা ও চন্ডী
*. স্ত্রীর নাম মালা
*. মেয়ের নাম গোপী
*. শশুরের নাম বৈকুন্ঠ
*. শশুরবাড়ি চড়ডাঙা গ্রামে যা
কেতুপুর
থেকে দশ মাইল উত্তরে অবস্থিত
*. শালা মালার
ভাই অধর *.শ্যালিকা কপিলা
*. বন্ধু গনেশ
*. তার ছেলে তিনটি, মেয়ে
একটি *. পরিবারের
স্থায়ী সদস্য 7 জন তিন
ছেলে,এক মেয়ে, মালা,
নিজে এবং পিসি
*. গোপীর বয়স এগার কুবের বলে
নয় *. কাজ করত
ধনঞ্জয়ের নৌকায় যাকে কুবের
আজান খুড়া বলত
গনেশ: *. স্ত্রী উলুপী
*. মেয়ে কুকী
*. ছেলে মনাই
*. শালা যুগল
কপিলা:
*. স্বামী শ্যামাদাস
*. স্বামীর বাড়ি আকুরটাকুর
গ্রামে, যা কেতুপুর
থেকে তের মাইল দূরে রাসু: *.
মামা পীতম মাঝি
*. পিসতুতো বোন যুগী
*. যুগীর বয়স ২২
*. যুগী থাকে শেতলবাবুর সাথে
যার থেকে কুবের
মাছের পয়সা পেত *. রাসু এক
স্ত্রী, দুই পুত্র ও এক
কন্যা নিয়ে ময়নাদ্বীপে
গিয়েছিল হোসেন মিয়া:
*. নোয়াখালীর মানুষ
*. স্ত্রী দুটি
*. তাকে কেতুপুর আশ্রয়
দিয়েছিল জহর মাঝি অন্যান্য
:
*. কুবেরেব প্রতিবেশী সিধুর
হাবা মেয়ের নাম বগলী
*. মুসলমান মাঝি আমিনুদ্দির
মেয়ের নাম মমীন
*. মুসলমান মাঝি জহরের ছেলের
নাম নাসির
*. নাসিরের সাথে মমীনের
বিয়ে হয় *. আমিনুদ্দি
পরে রসুলের বোন নছিবনকে
বিয়ে করে
*. রথের মেলা হয় অন্নবাবার
মাঠে *. মেজকর্তার
নাম অনন্ত তালুকদার *. কুবেরকে
তার ছেলে হবার
সংবাদ দেয় নকুলদা, তার
মেয়ের নাম পাচী *.
গোপীকে নেওয়া হয়েছিল
আমিনবাড়ির
সরকারি হাসপাতালে যুগলের
নৌকায় *. কপিলাকে
নিয়ে কুবের ঘরভাড়া
নিয়েছিল ছ আনায়
*. হোসেন মিয়ার নৌকায় কাজ
করত শম্ভূ ও বগা
*. যুগলের বিয়ে হয়
সোনাখালির রূপসী কন্যার
সাথে
*. পীতম মাঝির সারা জীবনের
সঞ্চয় সাত কুড়ি তের
টাকা
*. রাসুকে কুবের গোপীর জন্য পন
চেয়েছিল দেড় কুড়ি
টাকা ও দু কুড়ি টাকার গহনা
*.চুরি যাওয়া ঘটি পাওয়া যায়
কুবেরের
ঢেঁকিঘরের পাটখড়ির বোঝার
তলে ময়নাদ্বীপ:
*. হোসেন মিয়া
*. মোড়ল ষাট বছরের বৃদ্ধ বিপিন
*. এনায়েত এ দ্বীপে
আসে ছয় মাস হয়নি *. এনায়েত
বিয়ে করে বসিরের
বউকে দ্বিতীয় স্ত্রী হিসেবে!!

Share this

Related Posts

Previous
Next Post »

Recent Posts