অ্যান্ড্রয়েড ফোনের কিছু দরকারি এপ্স

আসসালামু ওলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন।
আমরা যারা এই লেখাটি পড়ছি তাদের সবার কাছেই হয়ত একটা করে মুঠোফোন আছে। অধিকাংশের কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অন্তত পরিসংখান তাই বলে। বর্তমান বিশ্বে বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন।
আমরা যারা এই লেখাটি পড়ছি তাদের সবার কাছেই হয়ত একটা করে মুঠোফোন আছে। অধিকাংশের কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অন্তত পরিসংখান তাই বলে। বর্তমান বিশ্বে বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন।
চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এপ্স গুলু।
১। যে কোন ছবিতে ওয়াটার মার্ক দিতে এটি কাজে লাগে।
২। এটি দিয়ে যে কারো বয়স নির্ভুল ভাবে নির্ণয় করা যাবে।
৩। বাংলা কুরআন
৪। অটো কল রেকর্ডার
৫। বাংলা ডিকশনারি
৬। কল ব্লেক লিস্ট
৭। গানিতিক সুত্র
৮। SMS ব্যাকআপ
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।

Share this

Related Posts

Previous
Next Post »

Recent Posts