হ্যালো! কেমন আছেন আপনারা? ঈদ কেমন কাটলো? এবার ঈদে হবু শশুর বাড়ী কলকাতায় গিয়েছিলাম
। তাই আর টিউন করতে পারিনি ব্যাস্ততার কারণে।
প্রায় মাস খানেক পর টিউন করতে বসলাম! ইচ্ছে ছিল আর কোনো ধরণের টিউন করবো না। কিন্তু টিউন না করে থাকতে পারলাম না কারণ কেমন জানি একটি নেশা হয়ে গিয়েছে ব্লগিং এর প্রতি।
যাই হোক, মাত্র দেশে আসলাম। এখনো বাসায় আসি নি। তাই আমার সাধের পিসি এবং উচ্চগতির ব্রডব্যান্ড নেট সংযোগ নেই তাই আজ বেশি কিছু লিখতে পারলাম না। ল্যাপটপে “সুপার স্লো” জিপিমডেম দিয়ে টিউন করছি আর মাউস বিহীন ল্যাপটপ চালাতেই কেমন জানি লাগে!
এবার টিউনে আসি। কোরবানি ঈদের সপ্তাহখানেক আগে বহুল ব্যবহৃত এবং বহুল জনপ্রিয় GPMMS ফ্রি নেট পদ্ধতিটি গ্রামীণফোন মামুরা বন্ধ করে দেয়। ভাবলাম অন্যান্য সমস্যার মতো এটাও ঠিক হয়ে যাবে এক দুদিনের ভিতর! তবে না! হলো না! কিন্তু আমাদের বুদ্ধিজীবী ভাইয়েরাও কিন্তু বসে নেই! বের করে ফেলেছেন অন্য আরেকটি উপায়! আজ সেগুলো নিয়ে কথা বলবো না ।
তাদের যে উপায় ফ্রি নেট চালানোর সেখানে https সাইট গুলো চলে না। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সাইট হচ্ছে ফেসবুক। তবে তাদের কথা মতো 0.facebook.com এই সাইটে তো ঢুকেই না https এর কারণে (আমার ঢুকে নি ভাই!!)
তাই আজ শুধু মাত্র ফেসবুক ব্রাউজ নিয়ে টিউন করতে বসলাম। ফেসবুকের পিসি সংস্করণ বিনা ডিসকানেন্ট এ ব্রাউজ করতে পারবেন পু
ই মাগনা!
> প্রথমে গ্রামীণফোন মডেম দিয়ে নেট কানেক্ট করুন। কোনো সেটিং লাগবে না। মানে ডিফল্ট সেটিং (gpinternet) দিয়ে কানেক্ট করুন।
![0 0 গ্রামীণফোন নেট দিয়ে ফেসবুক ব্রাউজ করুন ফ্রি! (ডিসকানেক্ট হবে না)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_upd-G7kW9dk_dkdtr3qsbMsYTovX5kGkbG2IVcIwy_bPBvrVJCPl4qul2yD7pqtDoM8ES2-U82dFMSUtWWWn8jCtoaaPndMmBHlweZZCXRH_Js57UQKYWfvFQOaxGqrBYsAeriuQ=s0-d)
> এরপর যেকোনো ব্রাউজার চালু করুন। ব্রাউজারে লিখুন 0.facebook.com
![2 2 গ্রামীণফোন নেট দিয়ে ফেসবুক ব্রাউজ করুন ফ্রি! (ডিসকানেক্ট হবে না)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_s5mf5xAVz8ipshUdqP-LPxGTvQ4m6atN7G_2ixTPxDkV_PxUg3dp-hMspFZz-SUvjpYGikuAO1JMv9a76M5UTCMxMi8yv5jUxHWyshcoe0--xQbtjg0eBVw7-YgcrRZQuXZ4S_Iw=s0-d)
> ফেসবুক জিরো আসলে আপনার ইমেইল/ফোন নং এবং Password দিয়ে ফেসবুকে লগইন করুন।
![3 3 গ্রামীণফোন নেট দিয়ে ফেসবুক ব্রাউজ করুন ফ্রি! (ডিসকানেক্ট হবে না)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uLG3byI4Am3X4O9N0gdW3lkaD42qjnmYVCLnUaHcjOWssEbrWpPmTvJ3hn3GszI1lgJ_VCh6__O33oA2rdi_16TfUzcs5Bo2tQZTI5hHAogJN_-O0iFZ0v4XDzdGy7PehgsItr=s0-d)
> ফেসবুক জিরো হোম পেইজ আসবে। এটি হলো ফটো ছাড়া ফেসবুকের মোবাইল সংস্করণ আর কি।
![4 4 গ্রামীণফোন নেট দিয়ে ফেসবুক ব্রাউজ করুন ফ্রি! (ডিসকানেক্ট হবে না)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vM7qiau95lv3wVnv7e5heFlRTACcKjjvvUAYcGxPZuAcCD87X4Zz13TToRDowctIweXhuw2CLuxthkos8DvkEocUv726onGxID8NLryxc4Rjk7mvGMciviks4WhmgQIvlggdjFHw=s0-d)
> ফেসবুক জিরো হোম পেইজে থাকা অবস্থায় নিচের লিংক টি ব্রাউজারের এড্রেস বারে কপি-পেষ্ট করে এন্টার দিন:
![5 5 গ্রামীণফোন নেট দিয়ে ফেসবুক ব্রাউজ করুন ফ্রি! (ডিসকানেক্ট হবে না)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tzlCW8xtE7U5sxeUlJK4UW0E7_pYprA9T65A49JW3iEypA6Iy2RAObmKbsc3uw7_awem4S0ZaX1VSgVhzmz6dRM9b2OwfmfAfPyBZiLWCDDgrDili6f4X-lcELneJ2OXohi6Sp=s0-d)
> আপনি যেকোনো ব্রাউজারই ব্যবহার করুন না কেন এখন একটি Warning বার্তা দেখাবে। এটিকে পাত্তা দিয়েন না। মানে Proceed anyway/Continue বাটনে ক্লিক করুন।
> এবার ফেসবুক আরমসে ব্যবহার করুন। পিসি সংস্করণে যা যা করতে পারেন তা সবই পারবেন। চ্যাট, ভিডিও কল, ফেসবুক গেমস সবই!!
![6 6 গ্রামীণফোন নেট দিয়ে ফেসবুক ব্রাউজ করুন ফ্রি! (ডিসকানেক্ট হবে না)](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vRcM9TB03naoMQfWpie4iP3007MCTmBUlK9AnW250roUiczEcD6L7wR4cD5B9-9_M7Y74qIUXW3S9HhA97KYyNT1w6mEcL4H8pndmQDlmzsoPYPMza76O3KOvMHy_Pd3TCyvZxUg=s0-d)
টাকা এবং মেগাবাইট কাটবে না তবে ব্যালেন্স ফাঁকা রাখাই শ্রেয়!
আর গেমারদের জন্য সুখবর! গেমস জোন আবারো চালু করবো শীঘ্রই।
প্রায় মাস খানেক পর টিউন করতে বসলাম! ইচ্ছে ছিল আর কোনো ধরণের টিউন করবো না। কিন্তু টিউন না করে থাকতে পারলাম না কারণ কেমন জানি একটি নেশা হয়ে গিয়েছে ব্লগিং এর প্রতি।
যাই হোক, মাত্র দেশে আসলাম। এখনো বাসায় আসি নি। তাই আমার সাধের পিসি এবং উচ্চগতির ব্রডব্যান্ড নেট সংযোগ নেই তাই আজ বেশি কিছু লিখতে পারলাম না। ল্যাপটপে “সুপার স্লো” জিপিমডেম দিয়ে টিউন করছি আর মাউস বিহীন ল্যাপটপ চালাতেই কেমন জানি লাগে!
এবার টিউনে আসি। কোরবানি ঈদের সপ্তাহখানেক আগে বহুল ব্যবহৃত এবং বহুল জনপ্রিয় GPMMS ফ্রি নেট পদ্ধতিটি গ্রামীণফোন মামুরা বন্ধ করে দেয়। ভাবলাম অন্যান্য সমস্যার মতো এটাও ঠিক হয়ে যাবে এক দুদিনের ভিতর! তবে না! হলো না! কিন্তু আমাদের বুদ্ধিজীবী ভাইয়েরাও কিন্তু বসে নেই! বের করে ফেলেছেন অন্য আরেকটি উপায়! আজ সেগুলো নিয়ে কথা বলবো না ।
তাদের যে উপায় ফ্রি নেট চালানোর সেখানে https সাইট গুলো চলে না। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সাইট হচ্ছে ফেসবুক। তবে তাদের কথা মতো 0.facebook.com এই সাইটে তো ঢুকেই না https এর কারণে (আমার ঢুকে নি ভাই!!)
তাই আজ শুধু মাত্র ফেসবুক ব্রাউজ নিয়ে টিউন করতে বসলাম। ফেসবুকের পিসি সংস্করণ বিনা ডিসকানেন্ট এ ব্রাউজ করতে পারবেন পু
ই মাগনা!
যা যা করতে হবে:
তেমন কিছু করতে হবে না!! হাহাহাহা।> প্রথমে গ্রামীণফোন মডেম দিয়ে নেট কানেক্ট করুন। কোনো সেটিং লাগবে না। মানে ডিফল্ট সেটিং (gpinternet) দিয়ে কানেক্ট করুন।
> এরপর যেকোনো ব্রাউজার চালু করুন। ব্রাউজারে লিখুন 0.facebook.com
> ফেসবুক জিরো আসলে আপনার ইমেইল/ফোন নং এবং Password দিয়ে ফেসবুকে লগইন করুন।
> ফেসবুক জিরো হোম পেইজ আসবে। এটি হলো ফটো ছাড়া ফেসবুকের মোবাইল সংস্করণ আর কি।
> ফেসবুক জিরো হোম পেইজে থাকা অবস্থায় নিচের লিংক টি ব্রাউজারের এড্রেস বারে কপি-পেষ্ট করে এন্টার দিন:
https://www.0.facebook.com/games.zone.bd
> আপনি যেকোনো ব্রাউজারই ব্যবহার করুন না কেন এখন একটি Warning বার্তা দেখাবে। এটিকে পাত্তা দিয়েন না। মানে Proceed anyway/Continue বাটনে ক্লিক করুন।
> এবার ফেসবুক আরমসে ব্যবহার করুন। পিসি সংস্করণে যা যা করতে পারেন তা সবই পারবেন। চ্যাট, ভিডিও কল, ফেসবুক গেমস সবই!!
টাকা এবং মেগাবাইট কাটবে না তবে ব্যালেন্স ফাঁকা রাখাই শ্রেয়!
আর গেমারদের জন্য সুখবর! গেমস জোন আবারো চালু করবো শীঘ্রই।